সোমনাথ মুখার্জী, লাউদোহা :- স্থানীয় দোকানদার ও ক্রেতাদের সুবিধার্থে ফিল্টার পানীয় জলের মেশিন এর উদ্বোধন। লাউদোহা মোড়ে বিধায়ক অফিসের সামনে বুধবার প্রকল্পটির উদ্বোধন হয়। লাউদোহা মোড়ে রয়েছে বাজার ও হাট। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় সেখানে অগণিত মানুষ আসা-যাওয়া করে।
এছাড়াও বাসস্ট্যান্ডে বাসের জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে যাত্রীরা। এলাকায় জনসাধারণের জন্য পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের। প্রয়োজনে পকেটের টাকা খরচ করে কিনে মেটাতে হয় তেষ্টা।
লাউদোহা মোড়ে জনসাধারণের জন্য পরিশোধিত পানীয় জলের ব্যবস্থার দাবি ছিল দীর্ঘদিনের। এই বিষয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। লাউদোহা মোড়ে রয়েছে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিধায়ক কার্যালয়। সপ্তাহের প্রতি বুধবার জনসাধারণের সুবিধার্থে বিধায়ক সেই কার্যালয়ে উপস্থিত থাকেন।
পানীয় জলের সমস্যা সমাধান করার ব্যাপারে তৎপর হন তিনি। তার উদ্যোগে বুধবার বিধায়ক কার্যালয়ের পাশে রাস্তার সামনে পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ফিল্টার মেশিন এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা রঞ্জিত মুখোপাধ্যায় সহ অন্যরা।
বিধায়ক নিজে উপস্থিত থাকলেও প্রকল্পটির উদ্বোধন করার জন্য তিনি স্থানীয় প্রবীণ বাসিন্দা হান্দু লোহারের নাম প্রস্তাব করেন। হান্দু বাবু ফিতে কেটে ফিল্টার টির উদ্বোধন করেন এদিন। ফিল্টার ইসিএলের ঝাঝরা প্রজেক্ট কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়।
আনুষঙ্গিক খরচ বহন করে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি। বিধায়ক নরেন্দ্রনাথ বাবু জানান স্থানীয় দোকানদার ক্রেতা এবং পথচলতি মানুষদের জন্য এই উদ্যোগ। পানীয় জলের জন্য এখন থেকে কাউকে আর সমস্যার সম্মুখীন হতে হবে না।