সংবাদাতা,পূর্ব বর্ধমান:- প্রশাসনকে 'এক চোখো' বলে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।বুধবার সন্ধ্যায় বর্ধমান জেলা পার্টি অফিসে তিনি উপস্থিত ছিলেন।তিনি বলেন গঙ্গাসাগরে ডবল ডোজ নিয়ে যাচ্ছে কি না তার দায় ও দায়িত্ব রাজ্য সরকারের।
হাজার হাজার লোক নিয়ে তৃণমূল মিটিং মিছিল করছে তাতে দোষ নেই।বিজেপি মিছিল করতে গেলেই প্রশাসন রে রে করে তেড়ে আসছে।'একচোখো প্রশাসন'।অন্যদিকে তিনি বলেন গোটা রাজ্যে মাদক কারবারিরা সক্রিয়।অন্য রাজ্যের পুলিশ এরাজ্যে এসে অপরাধীদের ধরে নিয়ে যাচ্ছে।সবই তৃণমূলের ছাতার তলায় আছে।