নীলেশ দাস ,আসানসোল:- বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবন চত্বরে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকান্দের ১৬০ তম জন্মজয়ন্তী। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই শ্রদ্ধাঞ্জলি। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ ভরুপানন্দ মহারাজ,আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এদিন অনুষ্ঠানে পাঁচ জন অসহায় মানুষের হাতে সাহায্যের পাশাপাশি অনুষ্ঠানের আসা ওই পাঁচজন অসহায় মানুষের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের সম্মান জানান। এদিনের এই অনুষ্ঠান থেকে দুইজন বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার তুলে দেন এবং একজন কে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
একজন দৃষ্টিহীন কে মোবাইল ও আরও একজন ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়, চিকিৎসার জন্য। এদিন ভরুপানন্দ মহারাজ জানান,আজকের দিনে যে মানুষের এই অভাব জন্য, তিনি যেটা চেয়েছেন প্রকৃত মানুষ। আমরা যদি তাকে ভালবাসি তাহলে প্রত্যেকের জীবনে নিজেকে মানুষ রূপে গড়ে উঠবো। অর্থাৎ নিঃস্বার্থ পরতাই সেটা ফিরে আসছে বলে জানান তিনি।