প্রতিনিধি,পূর্ব বর্ধমান:-বর্ধমানে সাতসকালে ভয়াবহ আগুনে পুড়ে ছাই আস্ত একটা গোডাউন।আগুনকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ এলাকায়।বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আলমগঞ্জ পুলিশ ফাঁড়ির পিছনে একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।
গোডাউনের আশপাশে রয়েছে বসতবাড়ি ও কয়েকটি গোডাউন ও মিল।দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।স্থানীয়রা জানান দমকলের ইঞ্জিন একটু দেরি করলে আগুন ছড়িয়ে পড়তে গোটা এলাকায়।গোডাউনে ভিতর প্লাস্টিকের কিছু ব্যাগ ছাড়া বিশেষ কিছু না থাকায় আগুন বেশি ছড়ায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান সকালে উঠে দেখি গোডাউন এ আগুন জ্বলছে , পাশাপাশি আরো গোডাউন আছে ,বসত বাড়ি আছে তবে কি ভাবে আগুন লেগেছে তা তারা জানেন না।তারা আরো জানান বর্তমানে গোডাউন টি ফাঁকাই ছিল। দমকলে খবর দেওয়া হলে ৩০ মিনিট পরে এসে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান তারা। শেষপর্যন্ত একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।