সংবাদাতা,পূর্ব বর্ধমান:- গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমানে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে ৭৭০ জন। তার মধ্যে বর্ধমান শহরে বাসিন্দা ২২০ জন। ফলে করোনা সংক্রমণ রুখতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।
বর্ধমান শহরে বৃহস্পতি ও রবিবার দু'দিন বন্ধ রাখতে হবে বাজার হাট, ব্যবসায়ীক প্রতিষ্ঠান। প্রসাশনিক নির্দেশ মত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে এই বিধিনিষেধ। বন্ধ রয়েছে বাজার,ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
তবে ছাড় দেওয়া হয়েছে মিষ্টির দোকানকে। এই দু'দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা যাবে মিষ্টির দোকান। বিধিনিষেধ ঠিকঠাক মতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বর্ধমান শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
বর্ধমান সদর উত্তর মহকুমাশাসক তীর্থাঙ্কর বিশ্বাস জানান, কোভিড নিয়ন্ত্রণে শহরের বাজারগুলিতে বেশকিছু বিধিনিষেধ চালু করা হয়েছে। পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে।
নির্দেশিকা অমান্য করে দোকান খোলা ও মাস্ক ছাড়া কেনাবেচার অভিযোগে ১২ জন ব্যবসায়ীকে সাত দিনের জন্য ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে তীর্থাঙ্কর বাবু জানান।