নীলেশ দাস ,আসানসোল :- অবৈধ কয়লার ১২টি ট্রাক সহ ৬ জন ট্রাক চালক এবং ১জন খালাসিকে আটক করে পুলিশ।সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কয়লার ১২টি ট্রাক সহ ৬ জন ট্রাক চালক এবং ১জন খালাসিকে আটক করে।
সূত্রের খবর বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশ করা জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা বোঝাই ১২টি ট্রাক ও ৭জনকে আটক করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে কয়েক জন পালিয়ে যায় বলে জানা যায়।
জানা গেছে এই অবৈধ কয়লার ট্রাক গুলি ঝাড়খণ্ডের গোবিন্দপুর সহ বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো। সেই খবর পাওয়া মাত্রই সালানপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ট্রাকগুলি আটক করে থানায় নিয়ে যায়।