নীলেশ দাস,আসানসোল :-আসানসোল (Asansol) পৌর নিগমের (Municipal Election 2022) কুলটি বোরো অন্তর্গত কুলটির ৬২ নম্বর ওয়ার্ডের তৃনমূল প্রার্থী ক্ষমা মণ্ডলের বিরুদ্ধে ভূয়ো তথ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ উঠলো। তৃণমূলের প্রার্থীর জাতী প্রমাণ পত্র জাল বা ভুল তথ্য দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কুলটি (Kulti) থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএম পার্টির কুলটি এরিয়া কমিটির তরফে (Asansol Local Khabar)।
পাশাপাশি সাংবাদিক সম্মেলনও করে এদিন। সমস্ত তথ্য তারা সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন । এতে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজিত ভট্টাচার্য্য , সাগর মুখার্জী , বিনোদ সিং সহ ৬২ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী স্নিগ্ধা মণ্ডল সহ আরো অনেকেই ।
অপর দিকে এই বিষয়ে ৬২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডলের ভাশুর তথা এলাকার প্রাক্তন কাউন্সিলর সদাই মণ্ডলের প্রতিক্রিয়া জাতী প্রমাণ পত্র মহুকুমা শ্বাসক করে দিয়েছে। যা জানাবার আমরা ওইখানে জনাব, আমাদের সব ঠিক আছে বলে জানান এদিন।