নীলেশ দাস ,আসানসোল:- রূপনারায়নপুর রেল স্টেশনের ঢিল ছোড়া দূরত্বের মধ্যে রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা ছড়ায়।
রূপনারায়নপুর স্টেশনের কিছুটা দূরেই চিত্তরঞ্জন আসানসোল রোডের ওভার ব্রিজের নিচে বাউড়ি পাড়ার গ্রামের কিছু ব্যাক্তি দেখতে পায় রেল লাইনের ধারের একটি জল ভর্তি নর্দমায় এক ব্যক্তির মৃতদেহকে পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় সিতারামপুর জিআরপি পুলিশকে ও স্থানীয় পুলিশ প্রশাসনকে।
খবর পেয়ে রূপনারায়নপুর পুলিশ ও সিতারামপুর জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে সিতারামপুর পুলিশ নিয়ে যায়। রেলের জিআরপি তদন্ত কেন্দ্রের পুলিশ ওই ব্যক্তিকে রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সিতারামপুর জিআরপি তদন্ত করে দেখবেন এবং মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া গেলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।