তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুর্ঘটনা রুখতে কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হলো পানাগড়ে।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রবিবার বিকালে পানাগড় বাইপাসের হাসপাতাল মোড় সংলগ্ন আন্ডার পাশ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়।র্যালির সূচনা করেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি প্রসনজিৎ বসাক সহ কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নির্দেশে কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে এদিন হাসপাতাল মোড় থেকে মোটর সাইকেল র্যালি পানাগড় বাজার সহ বিভিন্ন এলাকা ঘুরে পানাগড় বাইপাশের রেল ব্রিজের কাছে র্যালি শেষ হয়।
এছাড়াও পানাগড় বাজারের বাস স্ট্যান্ডের প্রায় ২০টিরও বেশি বাসে মাইকে প্রচার করে নতুন ট্রাফিক পুলিশের নিয়ম প্রচার করা হয় এছাড়াও বহু বাসের পিছনে পুলিশের কন্ট্রোল রুমের নম্বর দেওয়া স্টিকার দেওয়া হয় যাতে কোনো বাস রেষারেষি করলে সাধারণ মানুষ পুলিশের কন্ট্রোল রুমের নম্বরে ফোন করতে পারে এবং রেষারেষি করা বাস গুলিকে পুলিশ আটক করতে পারে বা আইনানুগ ব্যবস্থা নিতে পারে।
এছাড়াও সাধারণ মানুষদের দুর্ঘটনা থেকে বাঁচতে সর্বদা হেলমেট পড়া সহ রাস্তায় গাড়ি বা মোটর সাইকেল নিয়ে বেরোতে কি কি নিয়ম অবলম্বন করবে হবে সেই বিষয়ে সচেতন করার পাশাপাশি আইন না মানলে তার বিরুদ্ধে কি কি ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সেই বিষয়ে সাধারণ মানুষদের অবগত করা হয়।