শুভময় পাত্র,বীরভূম:- মদ্যপ অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদে খুন হতে হল প্রতিবাদীকে বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহার থানার অন্তর্গত মেলেপাড়াই। প্রকাশ্য রাস্তায় মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষা ব্যবহার করায় প্রতিবাদ করেন গ্রামেরই এক ব্যক্তি বছর পঞ্চাশের রনঞ্জয় ঘোষ।
স্থানীয় সূত্রে খবর গ্রামের ছেলে গিরিধারী যশ মদ্যপ অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারই প্রতিবাদ করেন রনঞ্জয় ঘোষ। তখন গিরিধারী একটি লোহার সাবল দিয়ে রনঞ্জয় এর মাথায় আঘাত করে বলে অভিযোগ, ঘটনাস্থলে মৃত্যু হয় রনঞ্জয়ের।
ঘটনাস্থলে এসে পৌঁছায় কীর্ণাহার থানার পুলিশ। নিহত রনঞ্জয় কে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্ত গিরিধারীর যশকে আটক করেছে পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।