শুভময় পাত্র,বোলপুর:-দুবরাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ আচার্যের তৃণমূলে যোগদান। বীরভূমে বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক অব্যাহত। বিগত বেশ কয়েকদিন থেকেই বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে হাজার হাজার মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।
গতকাল দুবরাজপুরের প্রায় কয়েক হাজার বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগদান এর পর আজ সাঁইথিয়া ও রামপুরহাটের প্রায় ১১০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও আজ দুবরাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক স্বরূপ আচার্য সহ বহু বিজেপি কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন।
পশ্চিমবাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথের সাথী হতে বিজেপি থেকে দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছেন বলে জানালেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের বোলপুর তৃনমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকরা।