তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুদবুদের কোটা গ্রামের নেতাজি সংঘ ক্লাবের পরিচালনায় গত কয়েকমাস ধরে চলা নক আউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো রবিবার।
এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় বর্ধমানের এক মুঠো ও হুগলির ইউনাইটেড ক্লাব। চূড়ান্ত পর্যায়ের খেলায় এদিন জয়ী হয় বর্ধমান এক মুঠো একাদশ। এদিন দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা।
এদিন বুদবুদের কোটা গ্রামের ফুটবল ময়দানে চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন আউশগ্রাম ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ,বুদবুদ থানার ভারপ্রাপ্ত ওসি সিকন্দর আলম সহ অন্যান্যরা। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মাঠে উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।