সংবাদাতা,পূর্ব বর্ধমান:-পুলিশের জালে তিন ডাকাত। গত ১৯ জানুয়ারি পূর্ব বর্ধমানের গুসকরা থানায় পুলিশের কাছে খবর আসে যে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্য জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুসকরা থানার বড়বাবু তিনজন ডাকাতকে আটক করেন।
এই তিনজনের মধ্যে দু'জনকে পুলিশ হেফাজত নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে দুটি বাইক উদ্ধার হয়। এদের নাম রমা দাস, সুজন দাস , এর কাছ থেকে রেঞ্জ স্ক্রু ড্রাইভার লোহার রড এবং অন্যান্য। অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হয় তাদের।
৫ দিনের পুলিশি হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গত ১৮ জানুয়ারি যে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে তার সাথে তারা যুক্ত। দুটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে বীরভূম জেলার শান্তিনিকেতন এলাকা থেকে।
এদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ শনিবার রাতে। তারা হল বিনোদ মাল, বাবলু দাস ও পাপিলা দাস। অভিযুক্তদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়।