শুভময় পাত্র,বোলপুর:-প্রয়াত প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া শান্তিনিকেতনে(Santiniketan)।গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর প্রয়াত হন সেই বছরেই অর্থাৎ ১৯৪১ সালের ২৯ জুলাই ঝারগ্রামের এরএকটি গ্রামে জন্মগ্রহণ করেন গোরা সর্বাধিকারী৷
ঝড়গ্রামের বাসিন্দা যুবক গোরার জার্মানিতে পড়তে যাওয়ার কথা ছিল৷ কিন্তু, রবীন্দ্রসঙ্গীতের টানে বিশ্বভারতীর (Visva-Bharati University)সঙ্গীতভবনে পড়ার সুযোগ পেয়ে ২০ বছর বয়স থেকে এখানেই থেকে যান৷ এরপর আশ্রম কন্যা তথা গুরুদেবের স্নেহধন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসেন তিনি৷ তারপর থেকে সঙ্গীত জগতের ধ্রুবতারা হয়ে উঠতে থাকেন গোরা সর্বাধিকারী৷ পরবর্তীতে বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষ হন৷ এমনকি, বিশ্বভারতীর (Visva-Bharati University) সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির সদস্যও ছিলেন৷
কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য গোড়া সর্বাধিকারী কণিকা বন্দ্যোপাধ্যায় তথা মোহরদির স্মরণে 'কণিকা ধারা' নামে সাংস্কৃতিক সংস্থা স্থাপন করেন। যার ধারা আজও অব্যাহত।
রবীন্দ্র সঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন শান্তিনিকেতন একটি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেলে প্রবাদপ্রতিম এই রবীন্দ্র সংগীত শিল্পী প্রয়াত হন৷ তাঁর চলে যাওয়ার রবীন্দ্রসংগীত জগতে বিরাট ক্ষতি হল বলে মনে করছেন রবীন্দ্র সংগীত অনুরাগীরা৷ রবীন্দ্র সংগীত শিল্পী গোড়াদার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শান্তিনিকেতনে।