সংবাদাতা,পূর্ব বর্ধমান:- আজও প্রায় সবকিছু বন্ধ বর্ধমান (Burdwan)শহরে।এ মাসের গোড়ায় কোভিড সংক্রমণের বাড়তি ঢেউ সামাল দিতে বর্ধমানে বেশ কিছু বিধিনিষেধ জারি হয়। পরবর্তীতে বর্ধমান পুরসভার সংশ্লিষ্ট এলাকাতেও এই বিধিগুলি প্রযুক্ত হয়।সেই নিয়মেই প্রতি রবি ও বৃহস্পতিবার সব দোকান বাজার বন্ধ থাকছে।আজও সেই নিয়মে বাজার বন্ধ রয়েছে (Burdwan News)।
আজ তেতুলতলা, পুলিশ লাইন, বীরহাটা ,কালনা গেট, স্টেশন বাজার, কাঞ্চননগর সহ সব বাজার বন্ধ। সব সবজি মাছ ফল ও মুদি সহ দোকানপাট বন্ধ। কেবলমাত্র মিষ্টির দোকান সকাল থেকে ১২ টা অব্ধি খোলা আছে।
গত কয়েকদিন বর্ধমানে কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নেমে এসেছে।পূর্ব বর্ধমান জেলায় গতকাল ৫৪৪ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। শহরে আক্রান্ত ৮৪ জন। কিছু বিধি শিথিল হওয়ার পর ও দুদিন বন্ধে তাদের কিছু ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আজও বর্ধমানে কার্যত ছুটির মেজাজ।