শুভময় পাত্র,বীরভূম:- জাল টাকা তৈরীর মেশিন উদ্ধার শান্তিনিকেতনের (Santiniketan) পাশে শামবাটিতে। আটক ১ জন। শান্তিনিকেতনের পাশে শামবাটিতে লটারি (Lottery)ও জেরক্স (xerox) দোকানের আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল জাল নোটের (Fake Currency)কারবার। গোপন সুত্রে খবর পেয়ে হানা দেয় সিআইডির(CID) একটি দল। পলাতক দোকান মালিক। শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্যামবাটি বাজার এলাকার রাস্তার পাশে একটি জেরক্স দোকান থেকে কালার প্রিন্টার ও কিছু জাল নোট উদ্ধার করে সিআইডির আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে দোকান মালিকের নাম প্রদীপ খাঁ। ওই দোকানে দীর্ঘদিন ধরেই জেরক্স ও লটারির হিসেবে চলছিল। হঠাৎ করে গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যা নাগাদ সিআইডি বেশকিছু আধিকারিক এসে কালার জেরক্স মেশিন ও বেশ কিছু টাকা উদ্ধার করে।
তারপরই জেরক্স দোকানে তালা লাগিয়ে চলে যাই সিআইডির আধিকারিকরা । অভিযুক্ত প্রদীপ খা এর জেরক্স এর দোকানের পাশের দোকান মালিকের বক্তব্য সিআইডি পরিচয় দিয়ে কিছু জন এসেছিল একটি কালার প্রিন্টার ও জাল নোট উদ্ধার করে নিয়ে যায় । দোকানে তালা দিয়ে ফের তারা আসবে বলে জানিয়েছেন।
দোকানের সামনে আগুনে পোড়ানো কিছু কাগজ রয়েছে। তারপাশেই ১০০ টাকার জাল নোট এখনো পড়ে রয়েছে । যদি এই পুরো ঘটনা নিয়ে বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান সিআইডির কাছে আগে থেকে খবর ছিল যে এখানে জাল নোটের কারবার চলছে। তার পরিপ্রেক্ষিতে এই অভিযান।যদিও পুরো ঘটনা নিয়ে অভিযুক্তের পরিবার কিছু বলতে চাইনি ।