সংবাদাতা,দুর্গাপুর :- গত ১৬ই নভেম্বর দুর্গাপুরের (Durgapur) মায়া বাজার রেল গেট সংলগ্ন এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল অনুরাগ যাদব নামে এক কিশোর। বিহার থেকে মামার বাড়ী ঘুরতে এসে নিখোঁজ হয়ে যায় অনুরাগ।
এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, কারণ এর আগে একই এলাকা থেকে রহস্যজনক ভাবে এক কিশোর নিখোঁজ হওয়ার পর, দিন কয়েক পর কিশোরের রক্তাত্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে (Durgapur News)। ফলস্বরূপ আতঙ্ক দ্বিগুন বাড়ে কিশোরের রহস্যময় অন্তধানের বিষয়ে।
এবার নিখোঁজ সেই কিশোরের সন্ধান মিললো,মঙ্গলবার পরিবারের হাতে তুলে দেওয়া হলো কিশোরকে,পুলিশের তৎপরতায় হাওড়ার বাগনান থেকে গত দশ তারিখ উদ্ধার করা হয় কিশোরকে,এরপর মঙ্গলবার অনুরাগকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অনুরাগকে ফিরে পেয়ে খুশি তার পরিবারের সদস্যরা, খুশি স্থানীয় এলাকার বাসিন্দারাও।