সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রাক্কালে বর্ধমান (Burdwan) শহরে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু হলো তল্লাশি অভিযান। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে বি সি রোড, হকার্স মার্কেট, হোটেল, লজ, সমস্তই জায়গাতেই মঙ্গলবার স্নিপার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চালায় পুলিশ (Burdwan News)।
উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান্য পুলিশ আধিকারিকরা।এছারাও শহরের দত্ত সেন্টারের বিভিন্ন শাড়ির দোকান এবং শপিংমল গুলোতে জোরকদমে স্নিপার ডগ দিয়ে চলে নাকাচেকিং(Naka Checking)। পাশাপাশি শহরের (Purba Bardhaman) সমস্ত পার্কিং জোন গুলোতে নিরাপত্তার জন্য সিসিটিভি (CCTV) লাগানোর নির্দেশ দেন বর্ধমান থানার পক্ষ থেকে।