নীলেশ দাস ,আসানসোল :-আসানসোল পৌর নিগমের নির্বাচনের দিন ঘোষণা হতেই পুলিশের পক্ষ থেকে এলাকায় রুটমার্চ। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এলাকায় রুটমার্চ করা হয়।আসানসোল পৌর নিগমের নির্বাচনের দিন ২২ শে জানুয়ারি। আর সেই কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট চৌরাঙ্গি ফাঁড়ির এলাকায় শুরু হয়েছে পুলিশের রুট মার্চ।
সেইমতো রবিবার নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ ও শান্তি সিঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এলাকায় রুটমার্চ করা হলো নতুন বছরের দ্বিতীয় দিনে।
প্রসঙ্গত,আসানসোল পৌরনির্বাচন ২২ শে জানুয়ারী আর তাই রাজ্য পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশের রুটমার্চ।এদিন চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে প্রায়দিন এলাকায় রুটমার্চ করা হচ্ছে।
২২ শে জানুয়ারি আসানসোল পৌরনির্বাচন আর এই নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠ শান্তি শিঙ্খলা বজায় রেখে নির্বাচন প্রক্রিয়া করতে পুলিশের এই রুটমার্চ বলে যানা গেছে। চলবলপুর, লছমনপুর, বোড়ীরা সহ বিভিন্ন গ্রামে এই রুটমার্চ করা হয়।