নীলেশ দাস, আসানসোল :- রবিবাসরীয় প্রচার সারলেন আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারি।রবিবার আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। প্রসঙ্গত চৈতালি তিওয়ারি আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী।
আসন্ন আসানসোল পৌরনিগম নির্বাচনে ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী করা হয়েছে চৈতালী তিওয়ারিকে।এদিন বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারি তার কর্মী ও সমর্থকদের নিয়ে শিব মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রামকৃষ্ণ ডাঙাল এলাকায় বাড়ি বাড়ি প্রচার করে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান।
এদিনের প্রচার প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চৈতালী তিওয়ারি জানান,আমরা ভারতীয় জনতা পার্টির কাছে যখন আছি তখন আমাদের নিজের মত করেই কাজ করে যেতে হবে।আমি অনুরোধ রেখেছিলাম ভারতীয় জনতা পার্টির কাছে।যেহেতু সামাজিক কাজের সাথে যুক্ত তাই এই কাজের থেকে বেশি সুযোগ দেওয়া হয় আমাকে মানুষকে সেবা করার জন্যে,তাই দিয়েছে।
তবে আমরা সকলে মিলে কাজ করবো।অন্যদিকে সাংবাদিকরা প্রশ্ন করলে, আসানসোল পৌর নিগম নির্বাচনে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।তিনি জানান,আমার বিরোধী যারা আছে তারাও ভালো মানুষ শুধু ১০ থেকে ১৫ দিনের একটি লড়াই এরপর আমরা সবাই এক পরিবারের সদস্য ওনারাও সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমারও এই পরিবার যেনো ভালো থাকে।তবে জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানান তিনি।