নীলেশ দাস, আসানসোল:-নাগরিক পরিষেবার দাবিতে ভোট বয়কটের পোস্টার পড়লো আসানসোলের দামাগড়িয়া গ্রামে।দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৬৬ নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকার বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ঘুরেও হয়নি তাদের কোন সুরাহা। অথচ ভোট আসে ভোট যায় শুধু প্রতিশ্রুতিই মেলে। কিন্তু বাস্তবে কোনো কাজই এদিকে হয়না এই এলাকার বাসিন্দাদের। এদিকে আগামী ২২ শে জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল পৌর নিগমের নির্বাচন।আর তার ঠিক আগে এবার ভোট বয়কটের পোস্টার পড়লো আসানসোল পৌর নিগমের ওই এলাকায়।
এদিন এই প্রসঙ্গে দামাগড়িয়া এলাকার বাসিন্দারা বলেন, ভোট আসে ভোট যাই প্রতিশ্রুতি মেলে কিন্তু কোনো কাজ মেলে না। বহু বার রাস্তা ও পানীয়জলের সমস্যার কথা কে সামনে রেখে ভোট বয়কটের ডাক সাথে পোস্টার দেওয়া হয়েছে।
তবে এলাকাবাসীদের দাবি সমস্যার সমাধান হলে তারা নিশ্চয় ভোট বয়কট তুলে নেব। পাশাপাশি এলাকাবাসীরা বলেন বিসিএলের পক্ষ থেকে দিনে এক বার জল দেওয়া হয়। সেই জল নিয়েই চালাতে হয়। কখনো কখনো বিসিএল পানীয় জল না দিলে তা দূর থেকে নিয়ে আসতে হয়। আর তাই পানীয় জল, রাস্তার স্থায়ী সমাধানের লক্ষে তাদের এই ভোট বয়কট।