সংবাদাতা,পূর্ব বর্ধমান:- নেতাজী সুভাস চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশের সঙ্গে বর্ধমানেও(Burdwan)।রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমানের কোর্ট কম্পাউণ্ডে জন্মদিনের অনুষ্ঠান হয়।নেতাজী মূর্তিতে মাল্যদান করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহসভাধিপতি দেবু টুডু, মহকুমা শাসক তীর্থাঙ্কর বিশ্বাস।পাশাপাশি জেলা পরিষদের সামনেও নেতাজী জন্মদিন পালন করা হয় ।
Burdwan: নেতাজী সুভাস চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশের সঙ্গে বর্ধমানেও
January 23, 2022
0