তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ১২৫ তম জন্মদিবস পালন হলো কাঁকসায়।রবিবার সকালে কাঁকসার (Kanksa) হাট তলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বিজেপির (BJP) কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি রমন শর্মা,কাঁকসার ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি সহ কাঁকসার বিজেপি কর্মী সমর্থকরা।
বর্ধমান (Burdwan) সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানান যার জন্য এই স্বাধীনতা,যিনি আন্দামান ও কোহিমায় প্রথম দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ,এবং ভারত বর্ষের প্রধানমন্ত্রী বলেছেন স্বাধীন ভারতবর্ষে সবার প্রথম যদি কেউ প্রধানমন্ত্রী ছিলেন সেটা সুভাষ চন্দ্র বসুই ছিলেন।
কারণ তিনি স্বাধীনতার আগেই ভারতের দুটি জায়গায় দেশের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন।ভারত মায়ের সেই বীর সন্তান সুভাষ চন্দ্র বসুর আজ জন্মদিন উপলক্ষ্যে কাঁকসার হাট তলায় অবস্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।