সংবাদাতা,দুর্গাপুর:- সোমবার দুপুরে দুর্গাপুরের কল্পতরু মেলা প্রাঙ্গণ পরিদর্শনে দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু, ডেপুটি মেয়র অমিতাভ ব্যানার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা।
সরকারি নিয়ম বিধি মেনে চলছে কল্পতরু মেলা।রাজ্যজুড়ে সোমবার থেকে কড়া বিধি-নিষেধ জারি হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। কোন অনুষ্ঠানে 50 জনের বেশি অনুমতি নেই।
কল্পতরু মেলাতেও সীমিত সংখ্যক মানুষকে সোমবার থেকে প্রবেশ করানো হচ্ছে এমনই জানিয়ে দিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি।
বেলা 11 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত মেলা খুলে রাখার কথা জানালেন মেলা কমিটিকে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার থার্মাল স্ক্যানিং-র পর এই মেলার ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে মানুষজনকে।
করনা পরিস্থিতি আরো বাড়লে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি।
এদিন মেয়র অনিন্দিতা মুখার্জি জানান, 'যখন মেলা নিয়ে পরিকল্পনা হয়েছিল তখন পরিস্থিতি এত তা খারাপ ছিল না। যখন গত ১ তারিখে মেলা উদ্বোধন হয়েছিল তখনও কোনো সরকারি নির্দেশ আসেনি। তাহলে সে সময়ে বন্ধ করে দেওয়া যেত।'
যেহেতু মেলা শুরু করে দেওয়া হয়েছে এবং প্রচুর গরিব মানুষের রুজি রোজকার এই মেলার সাথে জড়িয়ে আছে তাই তাদের কথা প্রশাসন এবং আমরা যৌথ ভাবে চিন্তা করছি। আমরা দু দিন বা তিন দিন দেখতে চাই ,যদি কোভিড বিধি মেনে মেলাটা চলে বা যদি নতুন করে কোনো মানুষ আক্রান্ত হবার খবর না পাওয়া যায় ,তাহলে কোভিড বিধি মেনে যে ভাবে মেলা চলছে সে ভাবে চলতে দেওয়া হতে পারে।
করনা পরিস্থিতি আরো বাড়লে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখার্জি। তিনি আরো জানান এবং মেলায় যেন বেশি ভিড় না হয় সেটাও খেয়াল রাখতে হবে। মেলার প্রবেশ পথে স্যানিটাইজেশন টানেল বসাতে বলেন এবং প্রত্যেকের শরীরের তাপমাত্রা চেক করে মেলায় প্রবেশ করতে হবে এবং মাস্ক ছাড়া মেলায় প্রবেশ করানোর যাবে না বলে জানান তিনি।'