সংবাদাতা ,পূর্ব বর্ধমান:- ফের চাষী মৃত্যু শস্যগোলা পূর্ব বর্ধমানে।বৃষ্টিতে ধান ও আলুচাষে ব্যাপক ক্ষতি হয়।মানসিক অবসাদে আত্মঘাতী হন প্রান্তিক চাষী ভাস্কর মণ্ডল(৫৩)।বাড়ি মেমারির পাহাড়হাটি গ্রামে।সোমবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভাস্কর মণ্ডলের।মেমারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে।
মৃতের ভাই অরূপ সরকার জানান ৬ বিঘে জমিতে আমন ধানের চাষ করেছিলেন তার দাদা। নিম্নচাপের বৃষ্টিতে ধানচাষের দারুণ ক্ষতি হয়।পাকাধান পচে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আলুচাষের ক্ষতি হয়।
জানা গেছে ভাস্কর মণ্ডল বিঘে পাঁচেক জমিতে আলু চাষ করেছিলেন। কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে আলু জমিতে জল দাঁড়িয়ে যায়।আলু বীজ জমিতে জলে থাকায় পচে যায়।ধান ও আলুবীজ নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েন ভাস্করবাবু।
বাজারে চাষ করার জন্য ঋণও তিনি নিয়ে ছিলেন। এই অবস্থায় কি করে সংসার চলবে, আর কি করেই মহাজনী ধারদেনা শোধ করবেন তাই নিয়ে তিনি ভেঙে পড়েন।চরম মানসিক অবসাদে ভুগছিলেন।
ভাস্করবাবুর দুই মেয়ে।তাদের বিয়ে হয়ে গেছে। চাষ করেই তার সংসার চলে।ধান আলু চাষে মার খেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবী পরিবারের।এখানে উল্লেখ্য এর আগে জেলায় চারজন কৃষক চাষের কারণে আত্মঘাতী হন।