Type Here to Get Search Results !

উখড়ায় T20 ক্রিকেটের প্রথম ম্যাচে জিতল ইস্টার্ন রেল আসানসোল



সোমনাথ মুখার্জী, অন্ডাল :- সোমবার উখড়া কে,বি ইনস্টিটিউশন স্কুল মাঠে শুরু হলো নকআউট T20 ক্রিকেট প্রতিযোগিতার খেলা। উখড়া গেমস অ্যান্ড কালচার এসোসিয়েশন পরিচালিত এই প্রতিযোগিতায় প্রথম খেলায় সি,এল,ডাবলু (চিত্তরঞ্জন) কে ৯ উইকেটে হারিয়ে জিতল ইস্টার্ন রেল (আসানসোল) দল ।


টসে জিতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে সি,এল,ডাবলু (CLW) । জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ইস্টার্ন রেল আসানসোল । 


মাত্র ৪২ বলে ১০৬ রান করে খেলাটিতে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ইস্টার্ন রেল (আসানসোল) দলের মোহাম্মদ কুনন কুরেশি । প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছে । ফাইনাল খেলাটি আয়োজিত হবে চলতি মাসের 10 জানুয়ারি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad