সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- পাণ্ডবেশ্বরের ওপর দিয়ে গেছে ষাট নম্বর জাতীয় সড়ক। আর এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে বহু মোটর গাড়ির গ্যারেজ সহ গাড়ি সংক্রান্ত অনেক দোকানপাট কে সরতে হয়েছে এলাকা থেকে। সেই আট নম্বর জাতীয় সড়কের পাশেই প্রায় তিনশোজন দোকানদারের জীবিকা নির্বাহ হতো।
সড়ক সম্প্রসারণের ফলে তাঁদের দোকানপাট অন্যত্র সরাতে হয়েছে ফলে সাময়িকভাবে ক্ষতির মুখে তারা পড়েছিল।এ সময় ওই সকল দোকানদারেরা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত রকম জট কাটাতে উপস্থিত হয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
তিনি ওই সকল দোকানদারদের আশ্বস্ত করেছিলেন খুব শীঘ্রই পাণ্ডবেশ্বরে তৈরি হবে অটোহাব। যেখানে গাড়ি সংক্রান্ত একটা সম্পূর্ণ বাজার থাকবে। তাঁর কথামতোই পাণ্ডবেশ্বরে প্রায় ৯১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে অটোহাব।
ইসিএলের সি এস আর ফান্ড থেকে সোনপুর বাজারি এরিয়া এবং পাণ্ডবেশ্বর ভিডিওর মধ্যে সোমবার একটা মউ স্বাক্ষরিত হয়। সোমবার এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিডিও ও র আধিকারিক ছাড়াও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এই অনুষ্ঠানে বিধায়ক বলেন যে আজকের এই দিন পাণ্ডবেশ্বরের এক উজ্জ্বল দিন। আজকের দিনে ইসিএল এবং বিডিওর মধ্যে মউ স্বাক্ষরিত হল অটোহাব তৈরির ব্যাপারে। বিধায়ক ইসিএলকে ধন্যবাদ জানান।
এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে সোনপুর বাজারের এরিয়া পার্সোনাল ম্যানেজার আবির মুখার্জি জানান, 'জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে যে সকল ব্যবসায়ীদের সমস্যা হয়েছিল তাঁদের জন্য তৈরি হচ্ছে অটো হাব ,যার সম্পূর্ণ ৯১ লক্ষ টাকাই ইসিএল দিচ্ছে।
তিনি জানান মাননীয় বিধায়ক এবং বিডিও র কথামতো এই অটোহাব তৈরি হলে প্রায় তিনশো জন ব্যবসায়ী এর সুফল পাবে। এর সাথে সাথে এলাকার মানুষের সুবিধা হবে, একই জায়গায় অটো সংক্রান্ত সমস্ত কিছু পাওয়া যাবে এই অটোহাব তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার পর।