নীলেশ দাস, আসানসোল :- পুরো বিশ্বের সাথে সাথে ভারতেও করোনা ভাইরাসের নতুন রূপ ওমীক্রন থাবা বসাচ্ছে। বাদ পড়েনি পশ্চিমবঙ্গ। আর তাতেই উদ্বেগ বাড়িয়েছে রাজ্যে। করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানির সাথে ওমীক্রন নিয়েও চিন্তিত এখন স্বাস্থ্য বিভাগ। আর করোনার সাথে ওমীক্রন বিস্তার রোধ করতে শুরু হয়েছে বিধি নিষেধ। কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।
আর তাই মানুষ কে সচেতন করতে বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মাস্ক অভিযান চালানো হয়,বেশ কয়েক জনকে আটক করা হলেও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বার বার সতর্কতা জারি করা হচ্ছে। কিন্তু তাতেও হুঁশ ফিরছেনা সাধারণ মানুষের।
আর এবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে কড়া পদক্ষেপ। যেখানে রাজ্য সরকার করোনা বিধিনিষেধ পালন করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে।যার মধ্যে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং করে প্রচার করা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না।আর তাই আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মাস্ক অভিযান চালানো হয়।বুধবার মাস্ক বিহীন বেশ কিছুজন কে আটক করা হয়।একই সাথে পুলিশের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়।এর পাশাপাশি ভগৎ সিং মোড়েও পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।