নীলেশ দাস ,আসানসোল :- আসানসোল পৌর কর্পোরেশনের নির্বাচনে তারা জয় লাভ করে নতুন বোর্ড গঠন করবেন। আসানসোল পৌর কর্পোরেশন বোর্ড গঠন করবো বুধবার আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ে এই বলে দাবি করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
কাউন্সিলর আপনার দ্বারে, মেয়র আপনার পাড়ায় এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপি জেলা নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিধায়ক ডা: অজয় পোদ্দার,জেলা সভাপতি দিলীপ দে,বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ অন্যান্যরা।
এদিন জিতেন্দ্র তিওয়ারি জানান,আপনারা জানেন যে নমিনেশনের কাজ প্রায় শেষ আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের সার্ভে চালিয়েছি। আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে আমরা আসানসোল কর্পোরেশনে বোর্ড গঠন করতে চলেছি।
কিন্তু আমরা চাই না যে আমরা এক দিনও পরিষেবা দিতে দেরি করি। মানুষের পরিষেবা দ্রুত দিতে চাই বোর্ড গঠনের পর ও আমরা আরও সিদ্ধান্ত নিতে চলেছি। কিছু কিছু সিদ্ধান্ত আমাদের সিনিয়র নেতৃত্ব ঠিক করেছেন টাইম টু টাইম সেই সিদ্ধান্ত আমরা আপনাদের সাথে শেয়ার করব।
যে সিদ্ধান্ত আমরা নিয়েছি কাউন্সিলররা যেদিন শপথ গ্রহণ করবেন ও যেদিন আমাদের মেয়র শপথ নেবেন, ডেপুটি মেয়র শপথ নেবেন সেদিনই আমরা একটা কর্মসূচি ঘোষণা করতে চলেছি কাউন্সিলর আপনার দ্বারে মেয়র আপনার পাড়ায়।
এটা আমাদের লক্ষ হলো যে মানুষকে আর কাউন্সিলর এর কাছে যেতে হবে না প্রত্যেকটা ওয়ার্ড এর জন্য আমরা ডেডিকেটেড নম্বর দেব এবং সেই ডেডিকেটেড নম্বরে যেকোনো ব্যক্তি পৌর নিগম সংক্রান্ত কোন পরিষেবা থাকলে ওই নাম্বারে ফোন করবে আর ফোন করার তিন ঘন্টার মধ্যে কাউন্সিলার বা তার প্রতিনিধি ওই ব্যক্তির কাছে পৌঁছাবে।
কাউন্সিলর আপনার দ্বারে আর মেয়র আপনার পাড়ায় কাজের জন্য মানুষকে আর মেয়রের কাছে যেতে হবে না । কোন অঞ্চল থেকে যদি কেউ মেয়রকে ফোন করে যে আমাদের রাস্তা টা খারাপ আছে তাহলে তার ৭২ ঘণ্টার মধ্যে পরিষেবা দেওয়া হবে।
তারও একটা ডেডিকেটেড নাম্বার থাকবে ৭২ ঘন্টার মধ্যে তার প্রতিনিধি ওই অঞ্চলে গিয়ে ওই অঞ্চলের মানুষের অসুবিধা কি আছে সেটা জেনে সেই কাজটা কমপ্লিট করবে। আর এটাই কর্মসূচি হবে কাউন্সিলর আপনার দ্বারে মেয়র আপনার পাড়ায়। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দিতে আমরা সার্থক হবে।
কোন সার্টিফিকেট অথবা সিগনেচার এর দরকার হলেও কাউন্সিলর পরিষেবা দেবার জন্য মানুষের কাছে পৌঁছাবে এলাকার কোন সমস্যা হলে মেয়র আপনার পাড়ায় পৌছাবে। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা করে নোডাল অফিসার নিয়োগ করব ১০৬ টা ওয়ার্ডে আমরা নোডাল অফিসার নিয়োগ করব তার কাজ হবে কর্পোরেশনের যাবতীয় কাজ তিনি দেখবেন। লাইট থেকে নিয়ে জল, মিউট্রেশন ব্যবস্থা সব তিনি দেখবেন আর তার জন্য তাকে সান্মানিক দেওয়া হবে।
অন্যদিকে আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক বলেন,স্বপ্ন দেখা ভালো কিন্তু জেগে জেগে স্বপ দেখা আজকাল মনে হয় জিতেন্দ্র তিওয়ারির বেশি হচ্ছে। কারণ ২০২১ শে বিধানসভা নির্বাচনে তারা সরকার গঠন করে ফেলেছিলো। এবং তাদের সমীক্ষা অনুযায়ী ২০০ বেশি সিট পাচ্ছিলো। তারপর দেখা গেলো তারা ১০০ পেরোলোনা।
সুতরাং সার্ভে জানিনা কে করেছে। হয়তো টাকা পয়সা দিয়ে সার্ভে করে ভাবছে মানুষকে বিভ্রান্ত করে দেবো। কিন্তু মানুষ বিভ্রান্ত হয় না। পশ্চিম বঙ্গের মানুষ বেশি করে আসানসোলের মানুষ। বোর্ড তৃণমূল কংগ্রেসই গঠন করবে আর এবার যেটা দেখার বিষয় দ্বিতীয় বা তৃতীয় স্থানে কারা থাকবে।
আমরা কলকাতায় দেখলাম যে দ্বিতীয় স্থানে নির্দল থাকলো।আসানসোলেও সেইরকম কিছু হলে অবাক হবার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে বিজেপি আদও খাতা খুলবে কিনা। সেই হিসেবে সার্ভে টা করলে ভালো করতো যে বিজেপি একটাও সিট পাচ্ছে না।
আমাদের সার্ভে থেকে যেটা বলছে সেটা হলো বিজেপি একটাও সিট পাচ্ছে না। বিজেপি অনেকদিন থেকেই নকল করার চেষ্টা করছে কিন্তু নকল করে কতদিন চলবে।বিজেপি হয়তো ক্যারাম বোর্ডের কথা বলছে।কিন্তু করপোরেশন বোর্ড তৃণমূল কংগ্রেস ই গঠন করবে বলে জানান তিনি।