সংবাদাতা,দুর্গাপুর:- প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কল্পতরু মেলা। পাঁচ দিন পরে অবশেষে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের। এই মেলা পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছিল আগামী 10 জানুয়ারি পর্যন্ত মেলা চলার কথা ছিল।
সমস্ত নিয়ম বিধি মেনে মেলার ঢোকার সময় সীমা পরিবর্তিত করে মেলায় ঢোকার লোক সংখ্যা কমানো, স্যানিটাইজেশন করা দিনে দুবার সবকিছু করার পরও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে অবশেষে কল্পতরু মেলা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হল প্রশাসন।