Type Here to Get Search Results !

আসানসোলে কংগ্রেসের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ ,লিখিত অভিযোগ দায়ের মহকুমা শাসক দপ্তরে



নীলেশ দাস ,আসানসোল:- জাতীয় কংগ্রেসের প্রার্থীকে প্রত্যাহারের হুমকি আসানসোলের বেশ কিছু এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আসানসোলে। তাই  বুধবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জানায় মহকুমা শাসক দপ্তরে। স্বারক লিপি ছাড়াও পুলিশ ও নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী।



এদিন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ' আপনারা জানেন যে ভারতের জাতীয় কংগ্রেস এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে আর আমরা লিস্ট ও বের করেছি। এবং সেই লিস্ট দেখে দেখে শাসক দল তৃণমূল আমাদের প্রার্থী দের যেভাবে হুমকি দিচ্ছে এবং সেই ক্যান্ডিডেট দের প্রার্থী পদ প্রত্যাহার করাবার চেষ্টা করছে। তাতে আমাদের নমিনেশন দিতে যেতে আমাদের সমস্যা হয়েছে। 



ঠিক সেইরকম ভাবে আজ বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে খবর আসছে যে কয়লা মাফিয়া প্রমোটার কে নামিয়ে থ্রেড দেওয়া শুরু করেছে। আমাদের একজন ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী কে সেখানকার এক কয়লা মাফিয়া তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে প্রার্থী পদ বাতিল করার জন্য তাকে চাপ দিচ্ছে। একইভাবে ৬১নম্বর ওয়ার্ড,৯৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে  ২৩ নম্বর ওয়ার্ড  হিরাপুরের একটা ওয়ার্ড অবধি প্রার্থী পদ বাতিলের চেষ্টা করা হচ্ছে। 



যারা একসময় বলতো কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে এখন শাসক দলের কাছে প্রশ্ন গতকাল ভি শিবদাসন যে ডায়লগ দিয়েছিলেন যে কোনো ক্যান্ডিডেট এর ওপর অত্যাচার হামলা হবে না, আজকে আমি ভি শিবদাসন কে প্রকাশ্যে বলে যাচ্ছি এই বিবৃতি দিয়ে যাচ্ছি আপনারা কয়লা মাফিয়া ,বালি মাফিয়া দের নামিয়েছেন ৪ নম্বর, ২৬ নম্বর, ৯৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে একটার পর একটা ওয়ার্ডে মাফিয়া দের নামিয়েছেন। 



তাদের মধ্যে গতবারের কেউ কেউ বোরো চেয়ারম্যান ,কেউ অন্য কোনো পদে ছিলেন, তারা এই সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে। যদি সৎ সাহস থাকে তাহলে তিনি পদক্ষেপ নিয়ে দেখাক ,তাবে জানবো তিনি তার কথা রেখেছেন।' 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad