সংবাদাতা,পূর্ব বর্ধমান:- 'নেতাজী কি ওদের চাকরবাকর নাকি? যা খুশি তাই করবে?' এই বলে মোদীজিকে (PM Modi)চরম আক্রমণ করলেন বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শনিবার পূর্ব বর্ধমানের রায়নার উচালনে ' উচালন উৎসব ' (Uchalan Utsav)উদ্বোধন করেন তিনি।
ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্যরা। ২২ থেকে ২৮ এই উৎসব চলবে।অষ্টম বর্ষে মুম্বাই(Mumbai) ও কলকাতার (Kolkata)শিল্পীরা আসছেন অংশ নিতে। মেলায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হবে।
এদিন মদন মিত্র আরো বলেন, অমর জ্যোতির একটা আলাদা গুরুত্ব আছে। নেতাজীকে নিয়ে ছেলেখেলা করছে। তিনি আরো বলেন, এবারে মোদীর মূর্তি চেঁচে ফেলে দেওয়া হবে।সেটাকে বাইরে ফেলে দিয়ে অন্য মূর্তি বসিয়ে দেবেন বলে জানান তিনি।