সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ফের রাইসমিলের (Rice Mill) গেটে চাষীদের বিক্ষোভ। শনিবার রাইসমিলের গেটে বিক্ষোভ দেখান পূর্ব বর্ধমানের (East Burdwan) গলসির, পারাজ ও শিড়রাই অঞ্চলের চাষিরা। শনিবার এগারো নাগাদ এলাকার একদল চাষি জমায়েত হয়ে বিক্ষোভে সামিল হন। বিকেলে সমাধানের আশ্বাসে পেয়ে বাড়ি ফিরে যান চাষিরা।
চাষিদের দাবী দীর্ঘদিন ধরে ওই মিলের পচা জল, ছাই ও গুড়ো ধূলো ভোগ করছেন তারা। তাহলে তাদের ধান কেন নেবে না ওই মিল। তারা জানান মিলের উৎপাতে এলাকার ভুগর্ভস্থ জল সংকট দেখা দিয়েছে। যা তারা সহ্য করছেন। মিলের ধূলো ও গুড়ো তাদের চোখে পরছে তাও তারা সহ্য করছে। তাহলে মিল কেন তাদের ধান সহায়ক মূল্যে কিনবে না।
তবে মিল কতৃপক্ষের দাবী, ছাই, গুড়ো ও পচা জলের বিষয়ে চাষিরা সংস্লিষ্ট সরকারী দপ্তরে জানাক। সরকার তাদের যেভাবে মিল চালাতে বলবে তারা সেই ভাবেই মিল চালাবেন। তাছাড়াও তারা সিপিসি র মাধ্যমে ধান কিনছেন। পারাজের চাষিদের ধান সরকার সহায়ক মূল্যে কিনে তাদের দিলে তারা নিতে রাজি আছেন।
তবে এই বিষয়ে শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুস সামাদ জানান, গতবারের মতো এবার ধান নিচ্ছে না ওই মিল। তাদের অঞ্চলের অল্প কিছু চাষি ধান দিতে পেরেছে। এখনও বহু চাষীর ধান বিক্রি হয় নি।