তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার সকাল থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে পানাগর বাজারের চৌমাথা মোড়ে সাধারণ মানুষদের মাইকে প্রচার করে সচেতন করা হয় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
রবিবার সকাল থেকে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পথ চলতি মানুষদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদের মাক্স পরিয়ে দেন পুলিশকর্মীরা। কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের।
রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রায় কুড়ি জনকে মাস্ক না পড়ে বাইরে ঘোরার জন্য আটক করল কাঁকসা থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় পানাগর বাজারের চৌমাথা মোড়ে অভিযানে নামে কাঁকসা থানার পুলিশ। এদিন যে সমস্ত মানুষ মাস্ক না পড়ে বাইরে ঘুরছিলেন তাদের আটক করা শুরু করে পুলিশ।
রবিবার রাত্রি আটটা পর্যন্ত প্রায় কুড়ি জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গভীর রাত পর্যন্ত পানাগর এবং কাঁকসার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।