নীলেশ দাস ,আসানসোল :- আসানসোলের উত্তর বিধানসভার চাঁদমারি এলাকায় প্রায় ৫০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।রবিবার অজয় প্রসাদের নেতৃত্বে প্রায় ৫০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।এদিন পশ্চিম বর্ধমান জেলার আই এন টি টি ইউ সির সভাপতি অভিজিৎ ঘটক ও তৃণমূল প্রার্থী সি কে রেশমার নেতৃত্বে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এই যোগদান করানো হয়।
প্রসঙ্গত অজয় প্রসাদ আগে তৃণমূলে ছিলেন।তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন ফের তিনি তৃণমূলে যোগদান করলেন।
এই যোগদান প্রসঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক বলেন,এখানে মানুষকে অনেক স্বপ্ন দেখছিল,বলেছিল বিজেপিতে অনেক অক্সিজেন রয়েছে। শেষমেষ কি দেখা গেলো শুধুই গ্যাস, গ্যাস ছাড়া কিছুই নেই বিজেপিতে তাই এদিন তৃণমূলে যোগদান করেন প্রায় ৫০০ জন বিজেপি কর্মী বলে জানান তিনি।