সংবাদাতা,পূর্ব বর্ধমান:- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো গ্যাস ট্যাঙ্কার।ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ট্যাঙ্কারের চালক।জখম ট্যাঙ্কার চালককে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।গ্যাস লিক করে যাতে কোনো রকমের বিপদজনক পরিস্থিতি তৈরী না হয়ে তার জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
এদিন ভোর তিনটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমান উড়ালপুলের কাটোয়ামুখী রাস্তার গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গ্যাস ট্যাঙ্কারটি।দুর্ঘটনায় আহত হয় ট্যাঙ্কারের চালক।ট্যাঙ্কারটি এলপিজি গ্যাস ভর্তি ছিলো।
খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান উড়ালপুলের কাটোয়ামুখী লেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।