সংবাদাতা,পূর্ব বর্ধমান:- এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দুয়ারে সচেতনতা কর্মসূচীর আয়োজন করা হল পূর্ব বর্ধমানের মেমারিতে। শুক্রবার মেমারী শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাইক নিয়ে মেমারী শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করোনা সম্পর্কে বাসিন্দাদের সচেতন করা হয়।
পাশাপাশি বিলি করা হয় মাস্ক। পূর্ববর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৮১ জন।ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবু বহু বাসিন্দা এখনও সচেতন নন।অনেককেই দেখ যাচ্ছে মাস্ক পড়ছেন না।
মানছেন না করোনা বিধি তাই মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মেমারী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল। এতদিন সরকারী তরফে ও পুলিশের পক্ষ থেকে সচেতনাতার প্রচার করা হলেও শাসক দলের নেতৃত্বে এই প্রচার অভিযান আলাদা মাত্র যোগ করলো।