সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুর (Durgapur)মহকুমা হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলো হাসপাতালে ডি গ্রুপের কর্মীরা। বিক্ষোভরত অস্থায়ী ডি গ্রুপের কর্মীরা জানিয়েছেন দীর্ঘ কয়েক মাস ধরে তারা করোনা আবহে নিজেদের কাজ করে গেলেও এখনো পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়নি।
বকেয়া বেতনের দাবিতে 83 জন ডি গ্রুপের কর্মীরা বিক্ষোভে শামিল হন। বিক্ষোভের জেরে বন্ধ একাধিক পরিষেবা। বিক্ষোভকারীরা জানিয়েছেন তারা করোনার মধ্যে কাজ করলেও এখনো তাদের বেতন দেওয়া হয়নি তাই বকেয়া বেতন যতদিন না তাদের দেওয়া হবে ততদিন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
যে ঠিকা সংস্থার অধীনে তারা কাজ করেন সেই ঠিকা সংস্থার আধিকারিকদের বারবার এই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা মিলেনি। বাধ্য হয়ে তারা আজ আন্দোলনে নামার পথ বেছে নেন বলে জানিয়েছেন।
অপর দিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বিষয়টি ক্ষতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।