শুভময় পাত্র,বীরভূম:- বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির তৃণমূলে যোগদান। বীরভূমে বিজেপির ভাঙ্গন অব্যাহত। বিধানসভা নির্বাচনের পর থেকেই শুরু হয়েছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক, রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি বাদ পড়েনি বীরভূমও।
বিজেপির বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সামাদ শেখের নেতৃত্বে পুরো জেলা কমিটি এদিন তৃণমূলে যোগ দেন৷ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
অনুব্রত মণ্ডল বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে বিজেপির সংখ্যালঘু মোর্চা তৃণমূলে যোগ দিল৷ সামাদ শেখকে তৃণমূলে একই পদে রাখা হল৷ বিজেপি পদ দেয়, কাজ দেয় না৷ মানুষের জন্য কাজ করতে হয়। ঠুটোঁ জগন্নাথ হয়ে বসে থাকলে হবে না৷ আগামী দিনে আরও উন্নয়ন হবে।'
সামাদ শেখ বলেন, '৪৫ জন সংখ্যালঘু মোর্চার নেতা সহ আমি উন্নয়নের কাজে সামিল হতে তৃণমূলে চলে এসেছি। আমার সমর্থকেরাও এসেছে, আরও আসবে।'