Type Here to Get Search Results !

বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো আসানসোল বিজেপি জেলা কার্যালয়ে



নীলেশ দাস, আসানসোল :- বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো শনিবার আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ে। এ দিনের নির্বাচনী ইস্তেহার প্রকাশে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি দিলীপ দে, প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই,রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি,বর্ধমানের পর্যবেক্ষক বিদ্যাসাগর চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্বেরা।



 শনিবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। এ দিনের ম্যানিফেস্টো অর্থাৎ প্রতিজ্ঞা পত্র প্রকাশে উল্লেখ্য করা হয়।বিজেপির এই নির্বাচনী ইস্তেহার থেকে বলা হয়, প্রতিটি ওয়ার্ডে প্রত্যেক বছর ৩০০০ মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে প্রতি বছর ১০০০ মিটার নতুন নর্দমা নির্মাণ করা হবে। 



আগামী এক বছরের মধ্যে আসানসোল পৌরসভার প্রতিটি বাড়িতে পরিদ্রুত পানীয় জলের পর্যাপ্ত জোগান নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর পৌরসভার অন্তর্গত মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় গাইনোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে । চল্লিশ ঊর্ধ্ব প্রতিটি ব্যক্তির বছরে দুবার বিনামূল্যে সুগার টেস্ট করার ব্যাবস্থা করা হবে । প্রতিটি ওয়ার্ডের অসহায সামর্থহীন ব্যক্তির নিখরচায় ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হবে। 



প্রতিটি ওয়ার্ডে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য একটি করে আধুনিক বইয়ের সুবিধাযুক্ত লাইব্রেরি স্থাপন করা হবে । পৌরসভার অন্তর্গত প্রত্যেক বাস স্টপেজে মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিং সেঃটার বানানো হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি আসানসোল স্টেডিয়ামকে বিশ্ব মানের স্টেডিয়াম রূপে গড়ে তোলা হবে। পাশাপাশি কুলটি ও রানিগঞ্জে নতুন টাউন হল নির্মাণ করা হবে। পৌরনিগমের অস্থায়ী কর্মীদের দ্রুত স্থায়ীকরনের ব্যাবস্থার চেষ্টা করা হবে।



পাশাপাশি  বিজেপি কাউন্সিলারদের সাথে যোগাযোগ করার জন্য চালু করা হবে নির্দিষ্ট হেল্প লাইন নাম্বার ও। ওই নাম্বারে ফোন করে অভিযোগ করার তিন ঘণ্টার মধ্যেই অভিযোগকারীর  সাথে যোগাযোগ করা হবে। আসানসোল পৌরসভার মেয়রের সাথে যোগাযোগ করার জন্যও নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হবে বলে বলা হয়। যে নম্বরের মাধ্যমে যোগাযোগ করার ৭২ ঘণ্টার মধ্যে ওই সমস্যার সমাধান করা হবে। 



পাশাপাশি দুর্নীতিকে পুরো পুরিভাবে রোধ করার জন্য সমস্ত টেন্ডার প্রক্রিয়াকে অনলাইনে করা হবে এবং ইলেকট্রনিক দরপত্র এর মাধ্যমে স্বজনপোষন বন্ধ করার ব্যাবস্থা করা হবে। শহরের বিভিন্ন হোর্ডিং ও পার্কিং এর টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে অনলাইন করা হবে । প্রতিটি ওয়ার্ডে একজন করে WARD DEVELOPMENT PERSONAL নিয়োগ করা হবে যিনি ওয়ার্ডের সমস্ত বিষয় পক্ষপাতহীনভাবে তদারকি করবেন । 



পাশাপাশি মা ঘাগরবুড়ি মন্দির, কল্যাণেশ্বরী মন্দির, ছিন্নমস্তা মন্দির, বারিময়দান সহ পৌরসভার গুরুত্বপূর্ণ মন্দির গুলি রক্ষণাবেক্ষণ ও সংস্কারে প্রয়োজনীয় অর্থ প্রদান করা হবে। পাশাপাশি যদি পৌরসভার  কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির শ্রাদ্ধ শান্তির জন্য তার পরিবারকে এক কালিন ৫০০০ টাকা প্রদান করা হবে। আসানসোল পৌরসভার প্রতিটি ছাদহীন গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বিনামূল্যে গৃহ নির্মাণের ব্যাবস্থা করা হবে।



অন্যদিকে আসানসোল , রানিগঞ্জ , জামুড়িয়া , বার্নপুরের মত শহর গুলির বাজারে দুর্ঘটনা এড়াতে অত্যাধুনিক মানের প্রযুক্তি যুক্ত অগ্নি নির্বাপন ব্যাবস্থা করা হবে। পাশাপাশি হাইড্রোলিক সিড়ি সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম রাখা হবে। অন্যদিকে তৃণমূলের আমলে অবহেলায় বন্ধ হয়ে যাওয়া বাংলা অ্যাকাডেমি আবার চালু করা হবে এবং পর্যাপ্ত অর্থ সাহায্য করা হবে। 



শহরের বুক দিয়ে বয়ে চলা গাড়ুই নদীর সংস্কার আমাদের অন্যতম প্রধান কাজ হবে । শহরের সমস্ত রকম বর্জ্য পদার্থ গুলো যাতে পুনরায় ব্যবহারের উপযোগী করে পরিবেশ দূষণরোধ করা যায় তার জন্য Solid Waste Management system চালু করা হবে। পৌরনিগমের সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে আমরা রাত্রিকালীন বাস সার্ভিস চালু করার ব্যবস্থা করব।  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্য এককালীন ১ লক্ষ টাকা প্রদান করা হবে বলেও বলা হয়।



শুধু তাই নয় এই নির্বাচনী ইস্তেহারে আরো বলা হয়, প্রত্যেক বছর ১০ টি করে মডেল ওয়ার্ড তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। Green আসানসোল নির্মাণের লক্ষ্যে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad