সোমনাথ মুখার্জী, পান্ডবেস্বর:- মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বই সপ্তাহ পালন । ১ লা জানুয়ারি হতে ৭ ই জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।সেরকমই আজ দেখা গেল বই সপ্তাহ পালন পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে।
এ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন মণ্ডল। যেহেতু আংশিক লক ডাউনে বন্ধ রয়েছে স্কুল কলেজ ,বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ আজ প্রায় দুই বছর,কিন্তু তাদের লেখা পড়া চলছে ও অনলাইনে।
তাই এই অনুষ্ঠানে এলাকার ছাত্র ছাত্রীদের স্কুল অভিভাবক অভিভাবিকা দের হাতে বই,খাতা,ব্যাগ এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।এই অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক বলেন,এই নবগ্রাম প্রাথমিক বিদ্যালয় আমার গর্বের বিদ্যালয়।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দাঁ মহাশয় জাতীয় শিক্ষক রত্ন পুরস্কার পেয়েছেন।এবং এই বিদ্যালয়ের পরিবেশ আমাকে বরাবরই আকৃষ্ট করে।এই কোরোনা আবহে স্কুল বন্ধ থাকায় অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হলো বলে জানান তিনি।