তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- কেক কেটে ছোট ছোট শিশুদের মধ্যে চকলেট ও মিষ্টি বিতরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হলো পানাগড় বাজারে।এদিন পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের হিন্দি প্রকস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং,পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সন্দীপ মহল,তৃণমূলের কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ও পানাগড় বাজারের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ মহল বলেন আজকে বাংলার মেয়ে মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন।তার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার পাশাপাশি ছোটছোট শিশুদের মধ্যে মিষ্টি ও চকলেট বিতরণ করা হয় তার দীর্ঘায়ু কামনা করে।তিনি বলেন তারা চান মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে বাংলার উন্নয়ন করেছে সেই ভাবেই আগামী দিনে গোটা দেশের উন্নয়ন করুক।
পাশাপাশি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন হলো কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।বুধবার কাঁকসার কেনেল পাড়ে কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন করলেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য চিন্ময় মন্ডল, কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি, তৃণমূল ছাত্র পরিষদের নেতা রাজেশ কোনার সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, সারা রাজ্য জুড়ে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে কেক কেটে তার জন্মদিন পালন করছেন।
পাশাপাশি আজ কাঁকসা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিবস পালন করছেন। তারা চান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষে এগিয়ে যাবে।