সংবাদাতা,দুর্গাপুর:- মঙ্গলবার গভীর রাত্রে দুর্গাপুরের বি জোন এলাকার এডিসন রোডের এক তৃনমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠলো এলাকার অপর তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দেবাশীষ রেজ নামের এডিসন রোডের বাসিন্দার বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী।বাড়িতে ঢুকে দেবাশীষ বাবুকে মারধর করা হয়।তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল দেবাশীষ বাবুর ছেলে সৌরভ রেজে বলে জানান পরিবারের সদস্যরা ।এমনকি বাড়ির মহিলা সদস্যদেরও মারধরের অভিযোগ উঠেছে, শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।এলাকারই অন্য এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ।
দেবাশীষ বাবুর অভিযোগ দেবাংশু রায় এবং সমীর খানের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায়।তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। 3 রাউন্ড গুলিও ছোড়া হয় ফাঁকায়।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গুরুতর আহত অবস্থায় দেবাশীষ বাবুকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে।স্থানীয় সূত্রে খবর এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা গেছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।