নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- 'শরীর চর্চায় দেহ গঠন ও নিয়মিত রক্তদানে সুস্থ্য দেহমন' এই বার্তা নিয়ে আজ শুক্রবার দুর্গাপুরে প্রথমবার একটি জিমে রক্তদানের প্রচারে পদযাত্রা ও স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সগরভাঙা এলকায় জোনাল সেন্টারে। উর্জা দ্যা জিম এর উদ্যোগে এবং দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:- মানকরে ১৮ তম বিদ্যাসাগর মেলার সূচনা হলো
রক্তদান শিবিরের সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ কলিমুল হক।পদযাত্রাটি জোনাল সেন্টার থেকে শুরু করে সমগ্র সগরভাঙা পরিক্রমা করে। ৭ জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদাতা এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন।