Type Here to Get Search Results !

উৎসবের মরসুমে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলা-ঝাড়খন্ড সীমান্তে চলছে নাকা চেকিং



নীলেশ দাস, আসানসোল:- ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন (Christmas) ৷ একই সাথে আগামী কয়েকদিনেই ইংরেজি নতুন বছরের (New Year) হাতছানি ৷ এই পরিস্থিতিতে ছুটির আমেজে উৎসব মুখর ও পর্যটন প্রিয় মানুষের আনাগোনা বেড়ে যায় রাজ্যের পর্যটন কেন্দ্র মাইথন ও প্রাকৃতিক সৌন্দর্য এলাকাগুলিতে ৷ বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তেও (Bengal and Jharkhand Border) রয়েছে একাধিক জায়গা ৷ 


সেই সব দিককে লক্ষ্য রেখে  পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমান্ত  (Bengal and Jharkhand Border) ডুবুরডিহি চেকপোষ্টে (Duburdihi Check Post) যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে  কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ 


শুক্রবার সকাল থেকে ডুবুরডিহি চেকপোষ্টে দেখা যায় ঝাড়খন্ড থেকে আগত সমস্ত দু'চাকা ও চারচাকার গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং (Naka Checking) ৷ 

আরো পড়ুন:- মানকরে ১৮ তম বিদ্যাসাগর মেলার সূচনা হলো

শুক্রবার কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয় ৷ এদিন নাকা চেকিং (Naka Checking) এ উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক আধিকারিক ইমতুজাল হক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ৷ জানা গেছে যেসব পিকনিক স্পটগুলি আছে সেখানে পুলিশের নজরদারি থাকবে ৷একই সাথে উৎসব মুখর সাধারণ মানুষকে  করোনা বিধি মেনে চলতে হবে ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad