নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই করার অভিযোগ তুলে সেচ খালের সংস্কারের কাজ বন্ধ করলো গ্রামবাসীরা। পূর্ববর্ধমানের গলসিতে নিম্নমানের বালি পাথর দিয়ে কাজ ও ভরাটি মাটির উপর সেচ খালের ঢালাইয়ের কাজ করার অভিযোগে সরব গ্রামবাসীরা। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার বেসরকারী ঠিকা সংস্থার সেই কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ ধুস বালি ও ছোট সাইজের পাথর দিয়ে কংক্রিটের কাজ হচ্ছে । তাছাড়া ভরাট মাটির উপরেই করা হচ্ছে সেচ খালের গার্ড ওয়ালের ঢালাই। ফলে অল্পদিনেই সেই ঢালাই ভেঙে পড়বে।
কয়েকদিন ধরে তাদের জানানোর পর ঠিক ঠাক কাজ না করায় গ্রামের কিছু মানুষ কাজের জায়গায় গিয়ে বিক্ষোভে দেখান। শেষমেষ ঢালাইয়ের কাজ গ্রামবাসীরা বন্ধ করেদেন।তবে গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেন ঠিকা সংস্থার সাইড ইনচার্জ পবন কুমার পারেখ। তিনি জানান, সরকারি নিয়ম মেনেই কাজ করছেন তারা। গ্রামবাসীরা তাদের সুষ্ঠুভাবে কাজ করতে দিচ্ছেন না। তারা সঠিক সঠিক বালি ও সঠিক পাথর দিয়েই কাজ করছেন।
গলসির ভাসাপুরের কাছে রনডিহা সেচখালের চৌকপুলে সংস্কারের বরাত পেয়েছে একটি ঠিকা সংস্থা। তারা ওই কাজ শুরু করেছে। ভাসাপুর গ্রামের মোড়ের কাছে ঢালাইয়ের জন্য মালপত্র নামিয়েছে। গ্রামবাসীদের ক্ষোভের কারণে বৃহস্পতিবার ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন ঠিকা সংস্থা।