Type Here to Get Search Results !

প্রয়াত ভারতীয় সেনাবাহিনীর সর্বধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ এগারো জনের স্মরণে বর্ধমানে মোমবাতি মিছিলের অংশ গ্রহন করলেন শুভেন্দু অধিকারী



নিজস্ব প্রতিনিধি,পূর্ববর্ধমান:- বুধবার তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দূর্ঘটনায় মৃত ভারতীয় সেনাবাহিনীর সর্বধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ এগারো জনের স্মরণে বর্ধমানের একটি মোমবাতি মিছিলের অংশ গ্রহন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


বৃহস্পতিবার বর্ধমানের পারবীরহাটার ক্লক টাওয়ার থেকে কার্জনগেট পর্যন্ত বর্ধমান সদর জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় মিছিল টি। ওই মিছিলে পা মেলান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, সম্পাদক শ্যামল রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।  


মিছিল শেষে শুভেন্দু বাবু বলেন, নির্বাচনের সময় তৃণমূল একদিকে আধাসেনা কে পশ্চিমবঙ্গের মাটিতে মানতে না চাইলেও, আগড়তলায় নিরাপত্তার জন্যই ভরষা করছিল আধাসেনার উপরই।তিনি আরো বলেন 'কলকাতার কর্পোরেশন নির্বাচন প্রত্যেকটি বিজেপি প্রার্থীকে প্রচার চালাতে হচ্ছে ভয়,হুমকী ও সন্ত্রাশের পরিবেশের মধ্যে। তা সত্ত্বেও জান-প্রান দিয়ে প্রচার চালাতে হলে তাই করবে বিজেপি প্রার্থীরা। 

আরো পড়ুন:- চিকিৎসার গাফিলতিতে রুগী মৃত্যুর অভিযোগ উঠলো সরকারি হাসপাতালের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে

নিরপেক্ষ ও সুস্থ পরিবেশে নির্বাচন করতে হলে অবশ্যই প্রয়োজন আধাসেনা এবং ইভিএম।' তিনি আরো বলেন, কলকাতা কর্পোরেশন নির্বাচনে কলকাতার মানুষ আগামী দিনে ফিরাদ হাকিমকে নয় বিজেপির সনাতন ধর্মী কাউকেই  কলকাতা পরিচালনার দায়িত্বভার তুলে দেবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরে মোমবাতি মিছিলে এসে একথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad