সোমনাথ মুখার্জী ,পাণ্ডবেশ্বর:- শুক্রবার কুমারডিহি মর্নিং ক্লাবের উদ্যোগে পান্ডবেশ্বর বিধানসভার কুমারডিহির মেলা ময়দানে সাড়ম্বরে উদ্বোধন হল বিধায়ক কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতার। দুই দিনের এই খেলায় অংশগ্রহণ করছে ১৬ টি দল। দুই দিনের এই বিধায়ক কাপের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী।
এই খেলায় অতিথি হিসাবে ছিলেন ,পাণ্ডবেশ্বর ব্লকের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি, পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি প্রমুখ ।প্রথমেই প্রদীপ জ্বালিয়ে নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
আজকের এই খেলা প্রসঙ্গে পাণ্ডবেশ্বর ব্লকের জেলাপরিষদের কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও মদন বাউরি জানান,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে দিবসের কথা ঘোষণা করেছেন।তারপর থেকেই আমরা এলাকার খেলা প্রিয় যুবক যুবতীদের উৎসাহিত করতেই এই রকম খেলার আয়োজন।
পান্ডবেস্বর বিধান সভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহায়তায় আজকের বিধায়ক কাপ অনুষ্ঠিত হয় হচ্ছে। আজকের উদ্বোধনী খেলায় প্রথমেই অংশ গ্রহন করল ঝাঁজরা কলোনি নেতাজি সংঘ ও কুমারডিহি ফুটবল একাডেমি।
এই খেলায় মোট 16 টি দল অংশগ্রহণ করেছে। এক একটা দল খেলবে 30 মিনিট করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিজয়ী দলকে স্মারক ছাড়াও দেওয়া হবে 60 হাজার টাকা ও পরাজিত দল পাবে 50 হাজার টাকা পুরস্কার। এই খেলা ঘিরে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা দেখার মত ছিল।
আজকের দিনের খেলার শেষে মিন্টু ফাইভ স্টার দল ঝাঁজরা নেতাজি সংঘ কে চার শুন্য গোলে হারিয়ে ফাইনালে উঠল।