নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই।একটি বেসরকারী অর্থলগ্নিকারী সংস্থার মামলার ঘটনায় গ্রেফতার করে সিবিআই। তাকে বৃহস্পতিবার কলকাতায় সিবিআই গ্রেপ্তার করে। তাকে আসানসোল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে পেশ করা হবে।পাশাপাশি সিবিআইয়ের একটি দল হানা দিয়েছে বর্ধমানে।প্রণব চট্টোপাধ্যায়ের বাড়ি যায় সিবিআই। অন্যদিকে বর্ধমান শহরের ঢলদীঘিতে তার অফিস বিল্ডিংয়ে সিবিআইয়ের একটি দল তদন্তে যায়।
প্রণব চট্টোপাধ্যায়ের স্ত্রী রেখা চট্টোপাধ্যায় বলেন, 'তার বাড়িতে সিবিআইয়ের টিম এসেছিল।তারা সানমার্গ নিয়ে তদন্ত করছে।তাদের একটি বিল্ডিংয়ে সানমার্গ ভাড়া নিয়েছিল কিছুদিনের জন্য।তিনি সিবিআই আধিকারিকদের জানান তার এই বিষয়ে কিছু জানা নেই।'
আরো পড়ুন:- কুমারডিহির মেলা ময়দানে উদ্বোধন হল বিধায়ক কাপ ফুটবল টুর্নামেন্টের
এখানে উল্লেখ্য মাস চারেক আগে প্রণব চট্টোপাধ্যায়কে বর্ধমান পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার।
UPDATE ** এদিন ধৃত প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোল আদালতে পেশ করা হয়েছিলো।সিবিআই এর তরফে 4 দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিলো।এরপর বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।