সংবাদাতা,পূর্ববর্ধমান:- পূর্ব বর্ধমানের ভাতারে অস্ত্রসহ গ্রেফতার দুই ডাকাত। ভাতারের বলগোনা এলাকায় শিকত্তর গ্রাম সংলগ্ন একটি পরিত্যক্ত ধাবা থেকে বুধবার রাতে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ। ধৃতদের নাম আব্দুল হাসান মুন্সী ওরফে ডাম্পু। বাড়ি বীরভূমের নানুর থানার পাকুরহাস এলাকায়। শেখ ডালিম বাড়ি বর্ধমানের দুবরাজ দীঘির ডাঙ্গাপাড়া এলাকায়।
ভাতারের শিকত্তর গ্রামের কাছে একটি পরিত্যক্ত ধাবায় কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দিয়ে দুজনকে ধরে ফেলে। বাকিরা ছুটে পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, ভোজালি, নাইলন ব্যাগ, দড়ি উদ্ধার করেছে পুলিশ।
কোন জায়গায় ডাকাতির ছক কষেছিল, ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত আছে গোটা বিষয়টি তদন্তের জন্য ধৃতদের হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।